জন্মদিনে আশীর্বাদ
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মুছে যাক, যত আছে
তব দুঃখ-গ্লানি,
সুখ যেন ডাকে নিত্য
দিয়ে হাতছানি।
ভবে জীবন তোমার
হোক পুণ্যময়,
কৃতকর্মে হয় যেন
ধরা আলোময়।
সৎপথে থেকো যেন
পৃথিবীতে তুমি,
বিধাতার কাছে করি
এ দোয়া আমি।
নরকূলে থেকো যেন
চির অমলিন,
শুভ হোক, শুভ হোক
তব জন্মদিন।
.....
No comments:
Post a Comment