Thursday, February 9, 2017

স্বাধীনতা

       স্বাধীনতা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

খাঁচার ভেতর রেখে একটি
     তোতা পোষে বাবর
খাওয়ায় তাকে স্বাদের ফল-মুল
     করে অনেক আদর।

হঠাৎ আজ তার তোতা খাঁচার
   দুয়ার খোলা পেয়ে,
পুড়ুৎ করে উড়াল দিয়ে
    বসে গাছে যেয়ে।

গাছের তলায় গিয়ে বাবর
     তোতাকে তার ডাকে,
খাঁচাভর্তি মিষ্টি ফলের
       লোভও দেখায় তাকে।

বলে তাকে কষ্ট ছাড়া
   পাবি  স্বাদের খাবার,
তাড়াতাড়ি এসে পড়্ তুই
     খাঁচার ভেতর আবার।

উত্তরে তার বলে তোতা
      যাবে না আর খাঁচায়,
বনের পাখি হলেও সে
         থাকবে স্বাধীন চেতায়।
             ......

No comments: