প্রকৃত কবি যিনি
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
প্রকৃত কবি নীরব নয়, সরব;
বিচরণ করে মনের জগতে;
নিরন্তর গেয়ে যায় বাস্তবতার গান;
দেখিয়ে দেয় মানবতার পথ;
অন্তরের কালিমা দূর করে
ভরে দেয় আলো;
জাগিয়ে দেয় ঘুমন্ত মন;
কুসংস্কার ও দুর্নীতির মূলে করে
কুঠারাঘাত;
চলে নীতির পথে;
ধরে না কারো ধার;
ছাপাবাজি ও সঠতা থাকে
তার থেকে বহু ক্রোশ দূরে;
পরের কাজকে নিজের
আর নিজের কাজকে
বিলিয়ে দেয় পরের তরে;
প্রকাশ করে চিত্তে পুলক জাগানো ভাব।
প্রকৃত কবি মানে জীবন সমালোচক;
সত্য, সুন্দর, সৌহার্দ্য, ন্যায়-নীতি ও শান্তি
প্রতিষ্ঠাই তার আরাধনা ও প্রার্থনা।
সমাজের দর্পণও তার থেকে ধার নিতে হয়।
........
বিচরণ করে মনের জগতে;
নিরন্তর গেয়ে যায় বাস্তবতার গান;
দেখিয়ে দেয় মানবতার পথ;
অন্তরের কালিমা দূর করে
ভরে দেয় আলো;
জাগিয়ে দেয় ঘুমন্ত মন;
কুসংস্কার ও দুর্নীতির মূলে করে
কুঠারাঘাত;
চলে নীতির পথে;
ধরে না কারো ধার;
ছাপাবাজি ও সঠতা থাকে
তার থেকে বহু ক্রোশ দূরে;
পরের কাজকে নিজের
আর নিজের কাজকে
বিলিয়ে দেয় পরের তরে;
প্রকাশ করে চিত্তে পুলক জাগানো ভাব।
প্রকৃত কবি মানে জীবন সমালোচক;
সত্য, সুন্দর, সৌহার্দ্য, ন্যায়-নীতি ও শান্তি
প্রতিষ্ঠাই তার আরাধনা ও প্রার্থনা।
সমাজের দর্পণও তার থেকে ধার নিতে হয়।
........
No comments:
Post a Comment