মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
সবুজ-শ্যামল ঘেরা
সূর্যরশ্মি ভরা,
ফুলে, ফলে,শস্যে ভরা
রূপমাখা দেশ।
পাখির কূজন ভরা
বারিস্নাত ধরা,
নিসর্গের দানে ভরা
সমৃদ্ধ যে দেশ।
ময়ূরের নাচ করা
চন্দ্রহাসি ভরা,
কুহুডাকা যেনো এক
পরীদের দেশ।
সম্পদের খনি ভরা
জীবে বনভরা,
রয়েল বেঙ্গল চরা
অরন্যের দেশ।
ষড়ঋতু রূপে যাকে
রাখে সেরা দেশ,
সে আমার জন্মভুমি
এ বাংলাদেশ।
.......
No comments:
Post a Comment