মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
কারো সাথে করি যদি তোমাকে তুলনা,
তোমার গুণের ধাকে সর্বনিম্নে ধাপ
তুলনায় রাখা হলে হিংস্র বা সাপ,
তাতেও দেখি তোমার নিরিখ হয় না।
নয় আরো তবতুল্য হিংস্র হায়েনা,
হিংস্র হওয়া এর নয় অভিশাপ,
করে না তোমার মত এটি কোনো পাপ,
অতিলোভে এ প্রাণী প্রলয়ে মাতে না।
করে থাকে স্বাধীনতা জন্তুরা ধারণ,
খায় না হাড়, মাংস, মজ্জা সজাতের,
করে না জাতির এরা বিনাশ সাধন
বহু কল্যাণ এদের পায় লোকজন।
আর, তুমি নাশ কর ঐক্য জাতির,
হারাচ্ছ চমক তাই আসবে পতন।
........
No comments:
Post a Comment