Tuesday, February 7, 2017

যৌতুক-৫

     যৌতুক

  মুহামম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নারীতে নর পেয়ে থাকে
   রূপখনি আর মধু,
তবু যৌতুক দাহে তাকে
    হলে নরের বধু।

নরকে নারী ভ্রমর ভেবে
     দিয়ে থাকে সুধা,
এতে নরের মেটে জৈবিক
     আর মানসিক ক্ষুধা।

ফুল ও ভ্রমর তুলনীয়
    নর ও নারী ধরায়,
এদের যুগল গড়ে স্রষ্টা
  সৃষ্টির শোভন বাড়ায়।

জীবনে এ যুগলে তাই
    স্বর্গীয় সুখ নামে,
যৌতুকে এ সুখের যুগল
    শ্মশান করে ধামে।
                .....

No comments: