Thursday, February 9, 2017

বাতিল ঘোষিত হোক সু চীর নোবেল পুরষ্কার

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

Peace এবং piece শব্দ দুটি
         ইংরেজি ভাষার,
'শান্তি' অর্থ প্রথমটির আর
       'টুকরো' পরেরটার।

Peace কমিটি বলে খ্যাত
        বিশ্বে যেটি আজ,
সেরা কর্মে নোবেল খেতাব
        দেয়া সেটির কাজ।

ধরায় কারো কোন কর্ম
     শ্রেষ্ঠ যদি হয়,
এ কমিটি থেকে সে লোক
     নোবেল করে জয়।

সু চীও এ পুরস্কারটি
    করেছে অর্জন।
যার দেশবাসী মুসলিম কেটে 
    টুকরো করছে এখন।
     
তার দেশে এ নিধন চলছে
        কচুকাটার মত,
তবু সু চী দেখছে না তা
        থাকছে ঘুমে রত।

এমন বর্বর অবস্থাতে
    সু চীর নীরবতায়,
বুদ্ধ জঙ্গীর মুসলিম হত্যায়
     শক্তি-সাহস যোগায়।

তাই নোবেল তার প্রাপ্তির কারণ
         জানতে ইচ্ছে করে,
মুসলিম কেটে টুকরো করতে
        নাকি শান্তির তরে।

এ নোবেলে ভুষিত সে
   হলে শান্তির জন্য,
Peace কমিটি কর্তৃক হোক তা
     বাতিল বলে গণ্য।
              .......

   
   

          

No comments: