মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ভালবাসার দহনে ভাই
মন যদি হয় ভাজা,
তবেই তো হয় পৃথিবীতে
মন ও কায়া তাজা।
দিনে যেমন সূর্যের দহন
রুক্ষ করে মন,
রাতে চাঁদের স্নিগ্ধতায় দূর
করে সে দহন।
ভালবাসা চন্দ্রতুল্য
দিন যায় এর আশায়,
তাইতো প্রথম ভালবাসায়
মানুষকে পোড়ায়।
নিশায় যখন তারাসহ
চন্দ্র নীলে হাসে,
সুখ-সমুদ্রে তখন প্রীতির
যুগলের নাও ভাসে।।
No comments:
Post a Comment