মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
.........
পাখি জাগে গাছে আর পশু জাগে বনে,
শাখীর পলবে নাচ, জাগে সমীরণে।
দিগন্ত প্রসারী মাঠে জাগে শ্যাম ঘাস,
জলধির মাঝে জাগে তরঙ্গ-উচ্ছ্বাস।
আকাশে নীরদ জেগে ভেলা হয়ে ভাসে,
ভোরে রবি হেসে হেসে জাগে পুবাকাশে।
বসন্ত ঋতুতে জাগে কোকিলের স্বর,
সমুদ্রের তীরে জাগে সুবিশাল চর।
দিবাশেষে নীলিমায় জাগে চাঁদ-তারা,
প্রকৃতিতে জাগাজাগি চলে মেনে ধারা।
যথাকালে জেগে সবে সফলতা পায়,
অথচ, অলস থাকে বিভোর নিদ্রায়।
বিলম্বে সে জেগে নেত্রে শূন্য দেখে ধরা,
অসফল হয়ে তাই, থাকে আধমরা।
.........
No comments:
Post a Comment