মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ফোকলা দাঁতে নাতির হাসি
দেখছে ঘরে নানা,
মনটা এতে খুশিতে তার
হয়েছে আটখানা।
ভুতের হাসির ভেলকি দেখায়
নানাকে আজ নাতি,
ভাবে নানা, এ হাসি আর
দেখে নি তার জ্ঞাতি।
এমন নাতি থাকায় নানার
এ ডিজিট্যাল যুগে,
সময়টা তার ভালই কাটে
হাসি উপভোগে।
No comments:
Post a Comment