Thursday, February 9, 2017

হযরত আবদুল জব্বার (র:)স্মরণে

(যার ছোঁয়ায় বায়তুশ শরফ আলোকিত)

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বায়তুশ শরফ এ বীর চট্টলায় ,
হয়ে গেছে আলোকিত তোমার ছোঁয়ায়।

তুমি হলে এর বাগে ফুলের সুবাস,
ড়ায় যা চারদিকে কোমল বাতাস।
নিঃশ্বাস আর প্রশ্বাসে এর আঙ্গিনায় ,
তোমার সুবাসে শুধু মনটা ভরায়—
      বায়তুশ শরফ এ বীর চট্টলায়,
      হয়ে গেছে আলোকিত তোমার ছোঁয়ায়।

ফুল হয়ে ফোটে তুমি ঝরে গেলে ত্বরা,
রেখে গেলে মহীরুহ শির উঁচু করা।
অমরত্ব পেয়ে এটি তোমার দোয়ায়,
চিরকাল ফুল-ফল দেবে এ ধরায়—
       বায়তুশ শরফ এ বীর চট্টলায়,
      হয়ে গেছে আলোকিত তোমার ছোঁয়ায় ।

এ মহীরুহে আত্মার ফল দিতে ফুল
থোকায় থোকায় দেয় ডালে ডালে দোল।
পাখি গান করে এর শাখায়  শাখায়,
সুরেলা কণ্ঠে শান্তির পথটা দেখায়—
        বায়তুশ শরফ এ বীর চট্টলায়,
        হয়ে গেছে আলোকিত তোমার ছোঁয়ায়।

এর ছায়াতলে থাকে অনাবিল শান্তি,
দূর করে ধরা থেকে আছে যতো ভ্রান্তি।
মনের আঁধারে দ্রুত আলো এসে যায়,
দুনিয়ার মোহে বন্দী  মুক্তি খুঁজে পায়—
         বায়তুশ শরফ এ বীর চট্টলায়,
         হয়ে গেছে আলোকিত তোমার ছোঁয়ায়।

সফল জন্ম তোমার ওহে রাহাবার,
নবীর আদর্শে অলী হয়েছ খোদার।
আজ বসে তোমার এ দ্রুমের ছায়ায়,
যাচি যেনো শান্তি পায় তোমার আত্মায়।
       বায়তুশ শরফ এ বীর চট্টলায়,
       হয়ে গেছে আলোকিত  তোমার ছোঁয়ায়।
                         .........
                   

No comments: