মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
হে মহান তাপস!
আলোর জোয়ার আনলে তুমি
ভেঙ্গে তিমির বাঁধ,
তাইতো তোমায় ভাবে জাতি
হৃদয় ব্যোমর চাঁদ।
বঙ্গে তুমি নিশার শেষে
পূব আকাশের তপন
তোমার আলোয় নিত্য জাতির
রাঙ্গিয়ে দেয় মন।
জাতীর খরার মাঝে তুমি
এসে নীরদ হয়ে,
বারি দিয়ে জাগাও জাতি
সজীবতার জয়ে।
'দীর্ঘায়ু হও ' তোমার তরে
যাঞা করি আমি,
সুখস্বাচ্ছন্দ্যে রাখুন তোমায়
প্রভু অন্তর্যামী।
..........
No comments:
Post a Comment