Thursday, February 9, 2017

কৃষিপ্রেমিক খোকা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চাঁদমুখো এক খোকা মাঠে
      বপন করছে চারা,
নিসর্গে তাই বইছে যেনো
      খুশির পুলকধারা।

বদনে তার ফুলেল হাসি
      বক্ষে নতুন আশা ,
সুখের জোয়ার জাগাবে সে
       তাই হয়েছে চাষা।

বাংলা মাটির তুল্য নহে
      মণি-মুক্তা, সোনা ,
বীজ যদি হয় এ মাটিতে
       সঠিকভাবে বোনা ।

বিশ্বে সবাই জানে বঙ্গ
      কৃষির সেরা দেশ ,
নিত্য যে দেশ ধারণ করে
      লাল-সবুজের বেশ ।

এ মাটিতে কৃষিই আনবে
         রত্ন রাশি রাশি,
তাইতো গর্বে বলে খোকা,
        " কৃষি ভালবাসি। "
                   ......

No comments: