মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
সঠিক প্রেমের যুগল ভবে
দেখতে মধুর লাগে,
এ যুগলে উভয় থাকে
পারস্পরিক ত্যাগে।
তারা যেনো মর্তে আসে
স্বর্গ থেকে নেমে,
বিশ্বে সবাই বিস্মিত হয়
তাদের খাঁটি প্রেমে।
সঠিক প্রেমের যুগল হচ্ছে
ধরায় আশীর্বাদ,
এর প্রেয়সী আর প্রেমিকে
পায় স্বর্গীয় স্বাদ।
.....
No comments:
Post a Comment