Thursday, February 9, 2017

ধরার মোহে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়কুবী

থাকুক শত দু;খ-কষ্ট
      থাকুক শত ভয়,                          
থাকুক শত নিষেধাজ্ঞা
       ধাকুক পরাজয় ।

তবুও দেখি  সকলপ্রাণী
      নিত্য এ ধরায় ,
মৃত্যু থেকে লক্ষ যোজন
       দূরে থাকতে চায় ।

  মনভোলানো বসুন্ধরা
        গড়েন দয়াময় ,
  এরি মোহে সর্বপ্রাণী
       মরণবিমুখ হয়।
       
             .........

No comments: