মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
বাস্তব কথন
মধুর মতন,
পড়ে আমার
জুড়ালো মন।
এমন লেখা
লেখবে যে জন,
সবার প্রিয়
হবে সে জন।
দেখছি এখন,
এরূপ লিখন,
লিখেন বঙ্গের
ব্যঘ্র সুমন।
এ লেখা কেউ
পড়বে যখন,
খুশির পুলক
পাবে সে জন।
ধন্যবাদ তাই
দিলাম এখন,
লেখাতে হোক
খ্যাতি অর্জন।
সুখে থাকুন
প্রিয় সুমন,
চালিয়ে যান
আপনার লিখন।
......
No comments:
Post a Comment