Thursday, February 9, 2017

নারীর জিজ্ঞাসা- ১

মুহাম্মদ আদুল মান্নান ইয়াকুবী
       ..........
নিলয়ের কোণে আমি
    কাটাই জীবন,
অচেনাকে করি আমি
   সহজে আপন।

পরের ঘরকে সদা
    করি আলোকিত,
প্রীতির সেবায় নর
      রাখি আমোদিত।

আমার স্বভাব নয়
     পশুর মতন,
হৃদয়টা প্রীতি ভরে
   রাখি সারাক্ষণ।

পুরুষে পায় আমার
     প্রেরণাতে বল,
তাইতো জীবন তার
   পুরোটা সফল।
 
নিশি তার সাজে রাতে
   আমার তারায়,
ভুমি তার প্রাণ পায়
   আমার ধারায়।

প্রীতি আর ত্যাগে করি
     তাকে মহিয়ান,
তবু কেন আমাকে সে
     করে অপমান ?
             ......

No comments: