Thursday, February 9, 2017

উপদেশ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে প্রিয় বাহার!
      শুভেচ্ছা আর সোহাগ নাও আমার,
 ফেইসবুকে অদ্য তোমার 
           লেখা চমৎকার।

ভালবাসা, বন্ধুত্ব আর
      অটল আস্থার  কথা,
যা লেখেছ, তা চিরন্তন
        হয়নিকো অযথা।

পৃথিবীতে থাকে যারা
               হয়ে, বন্ধুবর ,
পরিণামে তারা সব হয়
              প্রতারক আর পর।

সত্যিকারের বন্ধু ধরায়
            জুটবে না ভাই কভু,
একমাত্র যেই বন্ধু থাকে 
                  সেই দয়াময় প্রভু। 

তাকেই ভালবাসো রেখে
         তার উপর বিশ্বাস,
উভয় কালে পাবে তবে
            সুখ-শান্তির নিবাস।

No comments: