Thursday, February 9, 2017

রূপকথন

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বচনে যাদু তোমার
   বদনে ঝিলিক,
হাসিটাতে মুক্তা যেনো
  করে ঝিক মিক।

কায়াতেও আছে তব
    রূপ অতি রাঙা,
দেখলে তোমাকে তাই
   প্রীতি জাগে চাঙ্গা।

মনের ভুবনে তুমি
   রূপের আধার,
তাইতো মন তোমায়
    চায় বার বার।


No comments: