মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
নরকূলে তুমি যেন
সফল এক বর,
জীবনটা হউক তোমার
অতি সুন্দর।
সংসার গগনে হও
রঙীন তপন
বনিতা হউক তোমার
শশির মতন।
থাকুক তমসামুক্ত
তোমার সংসার
জীবনটা ভাসাতে সুখে
আসুক জোয়ার।
খুলে যাক্ তোমার আজ
সুখের মোহনা,
বিধাতার নিকট আমি
করি এ প্রার্থনা।
.......
No comments:
Post a Comment