Thursday, February 9, 2017

বিজয়ের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সত্য পথের যোদ্ধা আমরা
মিথ্যা করবো তাড়া,
কাউকে কভু করবো না ভয়
শুধু স্রষ্টা ছাড়া।
নির্যাতকের শৌর্য-বীর্য আমরা করবো লয়-
আমাদে জয় হবে নিশ্চয়।।

আমরা করছি জীবনে পণ
মানব মুক্তি দানে,
বিধির বিধান মেনে চলবো
সবাই মনে প্রাণে।
মানবতা চাঙ্গা করে রাখবো বিশ্বময়-
আমাদর জয় হবে নিশ্চয়।।

যা বলবো তা করবো আমরা
চলবো ন্যায়ের পথে,
ধরায় কাউকে দেবো নাকো
বিপথগামী হতে।
পুণ্যকর্মে করবো আমরা বিশ্ব আলোময়-
আমাদের জয় হবে নিশ্চয়।। 

অপকর্ম থেকে আমরা
সমাজ মুক্ত রাখবো,
দেশ ও জাতির উন্নয়নে
বীরের বেশে থাকবো।
ভবে আমরা করবো লোকের জীবন মধুময়-
আমাদের জয় হবে নিশ্চয়।। 

দিনে হবো রবি আমরা
শশি হবো রাতে,
অমানিশায় রাখবো আমরা
নূরের প্রদীপ হাতে।
থাকবে না আর কারো মনে অন্ধকারের ভয়-
আমাদের জয় হবে নিশ্চয়।। 

জাতি ধর্ম নির্বিশেষে
সবার সেবক হবো,
সাম্প্রদায়িক সম্প্রীতিভাব
গড়ার কাজে রবো। 
ধরা থেকে মুচে দেবো সকল অবক্ষয়-
আমাদের জয় হবে নিশ্চয়।।
                       .....

                  

No comments: