সঠিক মুসলমানের গান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
এ পৃথিবীর মাঝে সঠিক
মুসলিম আছে যারা,
তারাই মানে পূর্ণরূপে
পাক-কোরআনের ধারা।
নিত্য থাকে তাদের মনে খোদাপ্রীতির ধ্যান-
যারা সঠিক মুসলমান।।
সত্যসংগ্রাম করতে তারা
ভয় করে না কভু,
পাপসমুদ্রে ডুবে তারা
খায় না হাবুডুবু।
চলে তারা সত্য পথে, গায় সততার গান-
যারা সঠিক মুসলমান।।
হিংসা-বিদ্বেষ, লোভ-লালসার
ঊর্ধ্বে তারা থাকে,
তারাই পারে স্বর্গরাজ্য
করতে বিশ্বটাকে।
অন্ধকারে তারাই পারে করতে আলো দান-
যারা সঠিক মুসলসান।।
বারিরূপে খরায় ধরা
সতেজ করে তারা,
জরায় জাগায় নতুন প্রাণের
খুশির ফুল্লধারা।
তাদের কাছে জাত-বিজাতের প্রশ্ন থাকে ম্লান-
যারা সঠিক মুসলমান।।
সুখী তারা সবার সুখে
দুঃখী সবার দুঃখে,
মুছিয়ে দেয় দেখলে কারো
দুঃখের অশ্রু চোখে।
সবার সুখ ও দুঃখের ভাগটা নেয় তারা সমান-
যারা সঠিত মুসলমান।।
সৃষ্টিকূলর সেবক তারা স্রষ্টার প্রতিনিধি,
শান্তির ঝাণ্ডা ওড়ায় তারা
মেনে নীতি-বিধি,
তারাই রাখে মানবতা ধরাতে অম্লান-
যারা সঠিক মুসলমান।।
.......
No comments:
Post a Comment