Monday, February 13, 2017

রমজানের সৌজন্যে প্রার্থনা- ২৪

    
 (পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২৪)
    --মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে আল্লাহ, আমরা এখন 
নামের মুসলিম ধরায়,
ঈমান দুর্বল হওয়ায় থাকি
নিত্য যাতনায়।
পারি না তাই নিজ ঐতিহ্য রাখতে শোভমান
 এ জন্যে দাও ঈমানী তেজ, ওহে রহমান!!
 
পাপীর কাছে মানবতা 
শেখতে আমরা চাই,
বর্বরতার অগ্নিতে তাই
ভষ্ম হয়ে যাই।
জানি না যে মানবতা শেখায় আল-কোরআন,
তাই আমাদের দাও হে প্রভু কোরআন বুঝার জ্ঞান।
         
আমাদেরকে করো মাবুদ
বিশ্বসেরা বীর,
জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তিতে
রেখো উঁচু শির।
মানবতার সেবক মোদের করো দয়াবান,
যেন মোরা থাকি ধরায় চির মহীয়ান।
 
                  ......

No comments: