মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
এসো সবে অর্জন করি, আল-কোরআনের জ্ঞান।।
বিশ্বে শান্তি আল-কোরআনে
করতে পারে দান,
সৌহার্দ্য আর একতারও
জাগায় এটি বান।
এরই জ্ঞানে মনবতার উর্ধ্বে ওঠে স্থান-
এসো সবে অর্জন করি, আল-কোরআনের জ্ঞান।।
অন্ধকারে আলো দিয়ে
দেখায় কোরআন পথ,
অসৎ লোককে করে থাকে
এ কোরআনে সৎ।
মনে এটি স্থায়ী রাখে, পুণ্যকর্মের ধ্যান-
এসো সবে অর্জন করি, আল-কোরআনের জ্ঞান।।
সত্য-মিত্যা প্রভেদের জ্ঞান
এর থেকে লোক পায়,
এর দীক্ষিত বিচারক দেয়
সঠিকভাবে রায়।
মজলুমের আর জীবন এতে, হয় না ধরায় ম্লান-
এসো সবে অর্জন করি, আল-কোরআনের জ্ঞান।।
ব্যক্তি, রাষ্ট্র, পরিবার আর
সামাজ প্রতিষ্ঠার,
যে সব নির্দেশ দেয় এ কিতাব
তুলনা নেই তার।
জীবনে লোক সুখে থাকবে মানলে এর বিধান-
এসো সবে অর্জন করি,আল-কোরআনের জ্ঞান।।
ইহ-পরকালে শান্তির
দীক্ষা দেয় কোরআন,
স্রষ্টা-প্রীতি অর্জনেরও
এ কোরআন সোপান।
উভয় কালে মেলবে মুক্তি মানলে এর বিধান -
এসো সবে অর্জন করি, আল-কোরআনের জ্ঞান।।
......
No comments:
Post a Comment