Thursday, February 9, 2017

নারীর মহত্ব

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
                       .........
নারী রাখে আলোকিত
     নরের নিলয়,
জ্বালিয়ে অঙ্গার করে
     আপন হৃদয়।

প্রীতিতে ধরে রাখে
    নর-সংসার,
সর্বদা জাগায় এতে
   সুখের জোয়ার।

পায় না সে প্রতিদানে
    যথাযথ মান,
তবু সে নরের মান
   রাখে সুমহান।
               .......

    

No comments: