মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুী
মরণ যাতে হবে একদিন
ভয় করো না আর,
সত্যসংগ্রাম চালাতে হও
জীবনে দুর্বার।
তপন সেজে দূর করে দাও
ধরার অন্ধকার।
মরণ যাতে হবে একদিন, ভয় করো না আর।
প্রভু ছাড়া কারো কাছে
শির করো না নত,
লাথী মেরে ভেঙ্গে ফেল
বন্দিশালা যত।
পুড়ে কর অনিয়ম আর
দুর্নীতি ছারখার-
মরণ যাতে হবে একদিন, ভয় করো না আর।
সৃষ্টিকর্তা তোমার দেহে
শক্তি করেন দান,
সঠিক প্রয়োগ না করলে এর
হবে অপমান।
এর প্রয়োগে ভেঙ্গে দাও সব
নির্যাতকের ঘাড়-
মরণ যাতে হবে একদিন, ভয় করো না আর।
শক্তি তোমার দেহে যেনো
লুকিয়ে না থাকে,
তাই যদি হয় বলবে ভীরু
ধরায় লোক তোমাকে।
এর চেয়ে নেই লজ্জা বেশি
পৃথিবীতে আর-
মরণ যাতে হবে একদিন, ভয় করো না আর।
ধর্ম মতে সত্যের যুদ্ধে
মরলে শহিদ হবে,
মর্তধামে এতে আরো
অমরত্ব পাবে।
পরলোকে স্বর্গে মেলবে
সুখ-শান্তি অপার-
মরণ যাতে হবে একদিন, ভয় করো না আর।
......
No comments:
Post a Comment