Thursday, February 9, 2017

প্রীতির কড়ার গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পথ থাকে না কাঁটায় ভরা
         থাকলে হাতে প্রীতির কড়া,
রবি-শশি ফুটায় হাসি
            রাঙায় মনের বসুন্ধরা।

মনে তখন ফুল ফুটে আর
         ফুলের প্রেমে গায় ভোমরা,
নামে বারি, গেয়ে জারি,
           হৃদয় থেকে তাড়ায় খরা

এ কড়াটি পরবে যারা
          রূপের সেরা হবে তারা,
থমকে যাবে ফুল-পরীরা
           দেখে এ রূপ চমকমারা।

নামবে এতে খুশির প্লাবন
            থাকবে না আর দুঃখের কারা,
ভবে তখন প্রীতির যুগল
             হয়ে যাবে আত্মহারা।।
             
                     .....

No comments: