Thursday, February 9, 2017

Sorry নয়, আনন্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

Sorry বলে আমার Sorrow
      করলেন আপনি Grow,
এ কারণে মনটা আমার
        করছে দুরুদুরু।

আমার লিখার ওপর দেখে
     আপনার কমেন্টখানা
সত্যই আমি পেয়েছিলাম
      খুশির উন্মাদনা।

আমার ভাবের ব্যাখ্যা আপনি
       করলেন খুশি মনে,
আমিও তাই পাল্টা লেখলাম
       আপনার সমর্থনে।

আপনার লেখা ছিল আমার
      লেখার পরিপূরক,
যে লেখাতে পাইনি আমি,
    কোনো দুঃখের সবক।
                  .......

No comments: