আজ ঈদুল ফিতর
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
প্রেম-প্রীতি উদ্বেলিত
মাধুরী তরঙ্গিত,
হীনতা বিবর্জিত,
দীনতা অপসৃত,
মর্ত যেনো হলো আজ খুশির সাগর-
আজ ঈদুল ফিতর।।
আবেগে মন আপ্লুত,
সর্বজন সমাদৃত,
নিসর্গ সুশোভিত,
তমসা বিদূরিত,
স্বর্গীয় নূরে সব উজ্জ্বলতর-
আজ ঈদুল ফিতর।।
মোমিনগণ কোমলচিত্ত
নয় কেহ অবিনীত,
বক্ষটা অবারিত
সকলই আলিঙ্গিত,
মেলবে না কোথাও আজ উঁচু, নিচু-পর-
আজ ঈদুল ফিতর।
হিংসা-দ্বেষ বিমোচিত
ছলনা প্রত্যাখ্যাত,
পুণ্যে মন নিবেদিত,
দানধর্ম প্রসারিত,
মুসলিম জনতা আজ অভিন্ন অন্তর-
আজ ঈদুল ফিতর।।
সম্প্রীতি উন্মোচিত
জনতা সুরক্ষিত,
ধৃষ্টতা উপেক্ষিত,
আনন্দ বিকশিত,
ধরা হোক ঈদের মত অবিনশ্বর-
আজ ঈদুল ফিতর।।
......
No comments:
Post a Comment