মুহাম্মদুর আবদুল মান্নান ইয়াকুী
কারো মুখের কথা যদি
কথার মত হয়,
ধরার মাঝে সে কথাটি
চিরস্থায়াী রয়।
সবে সবার মুখটা করে
সে কথাটির মুখ,
কাণও খাড়া রাখে সেটি
শুনে পেতে সুখ।
বিষ আর মধু দুটোই থাকে
মানুষের কথায়,
শত্রু-মিত্র উভয়টি তাই
হয় মুখের ভাষায়।
কথা লোকের ভেতর থাকলে
থাকে লোকের দাস,
কিন্তু লোক হয় কথারই দাস
করলে তা প্রকাশ।
মুখে কথা বলার সময়
না হলে সাবধান,
আপন মুখের কথায় করে
বিপদ আহ্বান।
.......
No comments:
Post a Comment