Thursday, February 9, 2017

মানবহৃদয়

      মানব হৃদয়

মুহাম্মদ আবদুল মান্নাান ইয়াকুবীঘঘদড়ঢ়ধগ

যেখানে মানুষের  আশা,
গড়ে থাকে স্থায়ী বাসা।
যেখানে জাগে যদি প্রেরণা,
ঘটায় কর্মের উন্মাদনা।

যেখানে স্থান করে সুখ,
ছলনাও থাকে উন্মুখ।
যেখানে জাগে যদি ক্রোধ
নিয়ে থাকে প্রতিশোধ।

যেখানে জাগে যদি হিংস্রতা,
ঘটে যায় নির্মমতা।
যেখানে ব্যক্তির বেদনায়,
রূপান্তর করে চোখ ঝর্ণায়।

যেখানে রয়েছে কোমলতা,
জাগে তাই প্রীতি, উদারতা।

এমন স্থান তুমি পাবে না ভুবনে
তবে পাবে সন্ধানে মানুষের মনে।
            .......

No comments: