Thursday, February 9, 2017

ঠেলা

         ঠেলার সুফল ও কুফল

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

শোনো প্রিয় বন্ধু-বান্ধব
     শোনো দিয়ে মন,
একটি কথা বলব এখন
    রাখবে তা' স্মরণ।

নীতির কথা হবে না তা
   রীতির কথা হবে,
সর্বস্তরের লোক চলতে চায়
     যে রীতিতে ভবে।

ওই রীতিতে থাকে কিন্তু
    আঁকাবাঁকা পথ,
তবু চলে সোজা পথে
    স্বার্থসিদ্ধির রথ।

বলছি শোনো দু' কান পেতে
      কথাটি এবার,
'পৃথিবীতে সব থাকে তার
       ঠেলা আছে যার।'

তবে রীতির এ ঠেলাটি
    ক্ষণস্থায়ী হয়,
সফলতার পরিণামও
     ভয়াবহ হয়।'

নীতির ঠেলার সফলতা
      চিরস্থায়ী থাকে,
ধরার মাঝে ব্যাক্তিকেও
       সসম্মানে রাখে।
              ......

No comments: