Thursday, February 9, 2017

ক্রিকেটারদের সৌজন্যে

( টায়গারদের সৌজন্যে)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী               

সোনার বাংলার বাঘের দল,
এগিয়ে চল, এগিয়ে চল।
প্রতিপক্ষের শক্তি -সাহস,
ভস্ম করতে জ্বাল অনল-
         এগিয়ে চল, এগিয়ে চল।।

গগনতলে বিজয়নিশান
ওড়ায়ে আন খ্যাতির বান।
গর্জিয়ে আজ জাগা ভুবন
মুহূর্তে কর সব দখল-
              এগিয়ে চল, এগিয়ে চল।।

ধর লাফিয়ে ওই বাঘারে
ভুবন কাঁপে যার হুঙ্কারে
নিমিষে তার গাড় ভাঙ্গিয়ে,
দেখা তোদের থাবার বল-
              এগিয়ে চল, এগিয়ে চল।।

দেখে তোদের রাঙানয়ন,
বিপক্ষ হোক অবদমন।
এমন বীর্যে থাক রে শীর্ষে
সোনার বাংলার বাঘের দল-
               এগিয়ে চল, এগিয়ে চল।।
                  ........

No comments: