Thursday, February 9, 2017

বোশেখি গান

      বোশেখি গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী


বঙ্গে সব আজ পুলকিত 

নববর্ষের রঙ্গে, 

অন্তরীক্ষে বিজলি নাচে

বজ্র ধ্বনির সঙ্গে---
এল রে আজ বোশেখ শ্যামল বঙ্গে।।

শিশু, কিশোর-কিশোরী আজ
দেখায় ফুলের মত,
জ্যোৎস্নার মতো যুবতী সব
যুবক রবির মত।
প্রবীণকেও দেখায় নবীন বোশেখের মৃদঙ্গে-
       এলরে আজ বোশেখ শ্যামল বঙ্গে।।

নববর্ষের ভাব বিনিময়
চলছে জনে জনে,
ধর্ম-বর্ণের নেই ভেদাভেদ
আজকে কারো মনে।
দিবসটা আজ কাটবে সবার  নানা রঙ্গে- ঢঙ্গে-
      এল রে আজ বোশেখ শ্যামল বঙ্গে।।

মাতাল করা প্রাণের মেলা
চলবে নগর, গাঁয়ে,
গাইবে সখা, নাচবে সখী
নূপুর পরে পায়ে।
বঙ্গে সবে বাংলা সাজে থাকবে রংবেরঙে-
      এল রে আজ বোশেখ শ্যামল বঙ্গে।।

হালখাতা আজ খোলার উৎসব
করবে বণিকগণে,
প্রাপ্তি শোধের প্রীতি চলবে
মিষ্টি বিতরণে।
গল্পে-গানে, খুশির রোমাঞ্চ জাগবে সবার অঙ্গে-
          এল রে আজ বোশেখ শ্যামল বঙ্গে।।

অগ্নিদীপ্ত নাচটি থাকবে 
কৃষ্ণচূড়া গাছে,
মধুর কূজন করবে পাখি
এর শাখায় উল্লাসে।
ধ্রুপদী নাচ বনবাদাড়ে চলবে বাও-তরঙ্গে-
          এল রে আজ বোশেখ শ্যামল বঙ্গে।।

গরীবের আজ থাকবে ভীতি
প্রীতিমাখা প্রাণে,
হঠাৎ যদি কালবোশেখী
ধ্বংস ডেকে আনে।
বোশেখে তাই গরীবগণ না থাকুক মনোভঙ্গে।।
            এলরে আজ বোশেখ শ্যামল বঙ্গে।।
                                        
                          ..... 

No comments: