Monday, February 13, 2017

অন্তমিলে 'সুন্দর' এর প্রতিশব্দ

হমুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

শোভাময়, মনোহর, রম্য
        ললিত, শোভন,
  রূপবত্তা, কান্তিমান,
       রম্য, সুদর্শন।

 চমৎকার, সুশোভন,
      মঞ্জুল, সুচারু, 
  মনোলোভা, কমনীয়
    অপরূপ, চারু।

  লাবণ্যময়, সুকান্ত
     সুশ্রী অনুপম,
 আকর্ষণীয় স্বরুপ
      মঞ্জু, নিরুপম।

রূপবান, রমনীয়, কম্র
    উষসী, সুঠাম,
সুতনু, মঞ্জিমা, সৌম্য
     সুকুমার, ঠাম।
           .........
         

No comments: