মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মানবতার কলংক আজ
এ ধরাতে ইসরাইল,
দেখলে তাদের বর্বরতা
পাষাণদেরও কাঁদে দিল।
ফিলিস্তিনে চালায় তারা
অমানুষিক অত্যাচার,
নর-নারী, শিশু মেরে
উল্লাস করে হায়েনার।
দাঁড়াও বিশ্বের বীর মুজাহীদ
এদের বিরুদ্বে রুখে,
শান্তি দাও সব নিরীহ মুসলিম
ফিলিস্তিনির বুকে।
No comments:
Post a Comment