মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
নরের মনের শূন্যতাবোধ
আমি করি দূর,
আঁধারেও রাখি তাকে
আলোতে বিভোর।
জীবনে দিই গতি তাকে
মনে জাগাই বল,
রাতদিন আমার প্রেরণায় তার
প্রাণ থাকে উচ্ছল।
খুঁজে পায় সে আমার মাঝে
প্রকৃত রূপ তার,
দেখেও সে আমার আয়নায়
ভুবন চমৎকার।
নয়নদ্বয় তার জুড়াই আমি
মনে দিয়ে সুখ,
দু:খ-দৈন্যে রাখি আমি
সুহাস্য তার মুখ।
সরস করে রসনা তার
মেটাই সকল স্বাদ,
দূর করে দিই তার জীবনে
থাকলে অবসাদ।
তাকে আমি করে থাকি
ধরায় ধন্যবীর,
তথাপি তার কাছে আমি
পাই না সুখের নীড়।
..... .
No comments:
Post a Comment