Thursday, February 9, 2017

মুখ

        মুখ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
     
পৃথিবীতে মুখের মত
       নেই কিছু আর তিক্ততা ,
জল্লাদখানার  অসিতেও
         এর মত নেই তীক্ষ্ণতা ।

মধুরতা এ ধরাতে
      নেই বেশি আর এর মতন,
তাইতো মিষ্ট মুখের কাছে
          মধুর মূল্যের হয় পনত ।

মুখের দ্বারা খুনাখুনি
       ঘটতে পারে একটুতে ,
এ মুখ আবার নিতে পারে
         মনটা কেড়ে মুহূর্তে ।

মানবকূলে মুখের দ্বারা
      প্রায়ই ঘটে শত্রুতা ,
মুখে আবার বৃদ্ধি করে
       প্রেম- প্রীতি আর একতা ।
              ......

No comments: