Tuesday, February 7, 2017

বাংলার ঋতুরাজে

বাংলার ঋতুরাজে 

    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী,

গাছে গাছে ফুল ফুটেছে
     গুঞ্জরে তাই অলি,
পুলকিত পাখপাখালির
    চলছে কলকাকলি।

এসে গেছে মধুর মলয়
    ফুলের গন্ধমাখা,
আম্রবনে ঝুরঝুরে বোল
    ঝুলায় আম্রশাখা।

বৃক্ষশাখায় মুহুর্মুহু
  চলছে কুহুতান,
সুরের সেরা এ কূজনে
   জুড়ায় সবার প্রাণ।

'বউ কথা কও' কণ্ঠ ভাসে
     ওই যে নীলাম্বরে,
পাপিয়া আর দোয়েল পাখি
      উল্লাসে গান করে।

প্রকৃতি আজ পরিহিত
   এক অপরূপ সাজ,
বর্ণে-গন্ধে সুর ও ছন্দে
    মুগ্ধ সবাই আজ।

মলয় এসে বাংলা থেকে
    শীত করেছে তাড়া,
বনে বনে পড়ছে এখন
   ফুল ফুটাবার সাড়া।

গোলাপ, গাদা, হাস্নাহেনা
     আর মালতিসহ,
বঙ্গে চলছে নানা বর্ণের
      ফুলের সমারোহ।

টকটকে লাল কৃষ্ণচূড়া
  দোলে শাখায় শাখায়,
রক্তেগড়া স্বাধীনতার
  রাঙ্গা স্মৃতি জাগায়।

নিসর্গ আজ রূপের খনি
   দেখলে জুড়ায় মন,
আনন্দ আর উৎসবমুখর
    আছে সব অঙ্গন।

শীতের ভয়ে অলস বসে
   নেই কেহ আর ঘরে,
সবার মাঝে প্রাণচাপল্য
   জাগছে নতুন করে।

প্রকৃতিও নেই এখন আর
   রূপে ধুসরমাখা,
কিশলয়ে ন্যাড়াবৃক্ষ
    ওড়ায় জয়পতাকা।

বঙ্গমায়ের ফুটছে হাসি
   ঘোমটাহীন সে আজ,
শ্যামল রূপের বাহার তাকে
    দিচ্ছে ঋতুরাজ।
          .......



No comments: