Thursday, February 9, 2017

চাটুকারের ধন্যবাদের জবাবে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ধন্যবাদ আর শুভেচ্ছা নয়
     বলো নরকবাদ,
এ ছাড়াও বলতে পার
বাতাস আর তেলবাদ।

পাম্পার দিয়ে যদি পার
    বাতাস দিতে ভাল,
জীবন তোমার হবে রঙীন
   আর থাকবে না কালো।

নেতাজিকে গন্ধরাজ তেল
  মারতে পারলে আজ,

এধরাতে হয়ে যাবে
    তুমি মহারাজ।


সত্য এবং ন্যায়পরায়ন
   লোকটারে আজ ধরে,
ডান্ডাবেড়ি দিয়ে রাখ
    জেলখানার ভেতরে।

তবে কিন্তু খবর আছে
    টের পাবে একদিন,
সুখ সাগরের রাজ্য তোমার
      কাল হবে যেদিন।
            ........
           

     

    

No comments: