মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
হেলালে জিলহজ্বের ওই শোনো আহবান ,
আল্লাহর রাহে শুধু দিয়ে যাও কুরবান।
আভিজাত্যের গর্ব আর বিলাসের উল্লাস ,
থাকে যদি কুরবানে , পুণ্য এর হবে নাশ।
হৃদয়ে আসন যদি নিয়ে থাকে শয়তান,
ঈমানী ছোরায় তাকে কেটে কর খান খান। ।
মানবে না কোন আইন কখনো এ ধরাতে ,
বাঁধা যদি আসে তাতে ইসলামি শরা'তে ।
হজ্বে যাও মক্কায়, যদি হও ধনবান,
অভাবী আর নিঃস্বকে যত পারো করো দান। ।
ইসলামের রজ্জুটা ধরে রেখো একতায় ,
ভুলেও ঐক্যহীন হবে না কেউ এ ধরায়।
অসত্য দলিয়ে কর সততার জয়গান,
অনুকুলে এসে যাবে উন্মুক্ত ময়দান। ।
বলীয়ান হয়ে যাও , কথা , কাজ ও ঈমানে
ইব্রাহীমী খোদা প্রেমে এগিয়ে যাও জাহানে।
যথাসেবা দিয়ে কর সৃষ্টিকূলের কল্যাণ ,
মহান স্রষ্টার প্রীতি তবে এনে দেবে কুরবান। ।
........
No comments:
Post a Comment