জঙ্গি দমনের গান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
জঙ্গিবাদে ইসলাম কায়েম
করবে বলে যে শালায়,
ধরো তারে, মারো লাথি
মারো চাবুক তার পাছায়।
জিব কেটে দাও এমন কথার
স্বাদ যেনো তার মিটে যায়-
জঙ্গিবাদে ইসলাম কায়েম
করবে বলে যে শালায়।।
জঙ্গির পক্ষে নেই সমর্থন
নেই মুমিন ও মুসলমান,
কোরান, সুন্নাহ মতে হলো
সকল জঙ্গি নাফরমান।
ধরা থেকে নির্মূল তাদের
করে ফেলো ক্ষীপ্রতায় -
জঙ্গিবাদে ইসলাম কায়েম
করবে বলে যে শালায়।।
তারা ঘটায় লংকা কাণ্ড
সুখ-সমৃদ্ধির এ ধরায়,
তবুও কেন বসে থেকো
তাদের ভয়ে নিরালায়?
হায়দারি হাঁক মেরে তাদের
খতম করো এ বাংলায়-
জঙ্গিবাদে ইসলাম কায়েম
করবে বলে যে শালায়।।
জঙ্গিদমন কাজটি এখন
হবে সেরা এক জিহাদ,
এ জিহাদে শহীদ হলে
মেলবে খোদার আশীর্বাদ।
এমন কথার দলিল পাবে
ছয় হাদিসের পাক পাতায়-
জঙ্গিবাদে ইসলাম কায়েম
করবে বলে যে শালায়।।
.......
No comments:
Post a Comment