সুখ
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
দুঃখের পরে মানুষ ভবে
বুকভরা পায় সুখ,
রূপের ভুবন রাখে তাকে
দুঃশ্চিন্তা বিমুখ।
ভবে দুঃখের বিলাপ করলে হবে মহাচুক-
দুঃখ থাকলে দেখবে পরে আসবে অপার সুখ।।
মনভরা সুখ বৃক্ষে থাকে
হাসলে শাখায় ফুল,
ঝরে পড়লে ফুলগুলো তার
পায় সে মনে শূল।
দুঃখের শূল তার দূর হয়ে যায় দেখলে ফলের মুখ-
দুঃখ থাকলে দেখবে পরে আসবে অপার সুখ।।
রোগ,শোক, দুঃখ, দরিদ্রতা,
যাতনা, গঞ্জনা,
জীবনে কেউ এসব থেকে
রেহাই পাবে না।
সুখী যাকে দেখছ তারও পাবে ভাঙ্গা বুক-
দুঃখ থাকলে দেখবে পরে আসবে অপার সুখ।।
প্রকৃতিতে ধরা কাঁদায়
খরায় ছেঁকা দিয়ে
মেঘেরা তার কান্না থামায়
অঝোরে বর্ষিয়ে।
পুনঃজীবন দানে তাকে আকাশ হয় উৎসুক-
দুঃখ থাকলে দেখবে পরে আসবে অপার সুখ।।
যা আছে তা নিয়ে তুমি
তুষ্ট থেকো যদি,
দেখবে তবে পাবে তুমি
ধরায় সুখের গদি।
থাকবে না আর দুঃখে তোমার কখনো ধুকপুক-
দুঃখ থাকলে দেখবে পরে আসবে অপার সুখ।।
.......
No comments:
Post a Comment