Thursday, February 16, 2017

ভাল লাগার কারণ

  তোমায় ভালবাসি

মিটি মিটি চোখ আর
      মৃদু মৃদু হাসি,'
চাহনিতে ফুটে যার
    প্রীতি রাশি রাশি।

এ রূপ দেখে সবার
    মনে বাজে বাঁশি,
সে বাঁশির সুরে জাগে
       ভালবাসাবাসি। 

.

  . 

No comments: