মুহাম্মদ আবদুল মান্নান ইয়কুবী
পরিপুর্ণ মানবতার
নেই লোক আর,
বস্তুবাদে মোহ থাকে
অধুনা সবার।
সুবিচার নেই আজ
এ ধামে কোথাও,
নরকের অগ্নি তাই
জ্বলে ধাউ ধাউ।
কথা-কাজে মিলটাও
রাখে না জনতা,
পশু ছাড়া মনে কিন্তু
পোষে না মমতা।
সম্প্রীতিবোধ লোপ
পাচ্ছে এ ক্ষিতিতে,
থাকছ না লোকজন
শাস্ত্রীয় নীতিতে।
কারো কাছে নেই আদৌ
চিন্তাটা মৃত্যুর,
বিলাসের মোহে লোক
থাকছে বিভোর।
পরিবারে নেই আজ
ঐক্যের বন্ধন,
তাই নিত্য করে সবে
বিলাপে ক্রন্দন।
তুচ্ছতায় চলে থাকে
গুম আর খুন,
মুহূর্তেই ঘটে যায়
অবস্থা করুণ।
নেই আজ মানুষের
স্বাধীনতা আর,
এ হলো বস্তুবাদের
সেরা উপহার।
.........
No comments:
Post a Comment