মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মধুহীন ফুল ভবে
পায় না কদর,
জমাতেও পারে না সে
অলির আসর।
প্রীতিমাখা সুরে যদি
অলিকে সে ডাকে,
অলি কিন্তু তার থেকে
বহু দূরে থাকে।
খাঁটি ফুল হয় যেটি
ফুটে সেটি গাছে,
মধু তার থাকে তাই
অলি পায় কাছে।
No comments:
Post a Comment