মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আছে ভাষা, আছে চক্ষু
আছে মেধা মাথায়,
তথাপিও বোকার মত,
থাকি আমরা ধরায়।
সাহসবিহীন থাকি যেনো
বিড়ালধর্মী বাবু
তাইতো রাঙ্গাচক্ষু দেখলে
নিমিষে হই কাবু।
দেহে রাখি শক্তি আমরা
বাঘ ও সিংহের মতন,
কিন্তু ঐক্যে থাকি না তাই
নিত্য দেখি পতন।
শঠতা আর দুর্নীতিকে
ঘৃণা করি অতি,
তবে এটি উচ্ছেদ করতে
দিইনা কেহ মতি।
প্রতিবাদে নির্যাতনের
ভয়টা বেশি করি,
অথচ এর ফাঁদে পড়ে
বেশি বেশি মরি।
গদির লোভে করি আমরা
তেল-ঘি মাখামাখি,
যে তেল-ঘিতে স্বজাতিকে
ভাজা করে রাখি।
ক্ষোভ আর ঘৃণা রাখি শুধু
আপন মনে মনে
ভালবাসি মরার মত
জীবন এ ভুবনে।
ক্ষোভটা প্রকাশ করে থাকি
ভয়ে নিরালায়,
পাছেনা কেউ যেনো এটি
কানে শুনতে পায়।
একারণে থাকে দেশে
নীতি-কর্ম ঢাকা,
আরো ঘোরে অতি জোরে
দুর্নীতির সব চাকা।
শোষণ, নিধন আর নির্যাতন
চলছে এ দেশব্যাপী,
গদি নিয়ে কাড়াকাড়ি
করে থাকে পাপী।
দেশে আছে নীরব কান্নায়
নিরীহ লোকজন,
বিচার কর্মের নামে শুধু
চলে প্রহসন।
এমন রীতি যদি থাকে
চলমান এ দেশে,
জাহান্নামে দেশ ও জাতি
যাবে অবশেষে।
তাই, সততা আর সাহসের
করো অঙ্গীকার,
গড়তে মহাসুখ-সমৃদ্ধির
এ দেশটা সবার।
.......
No comments:
Post a Comment