Thursday, February 9, 2017

বিজয় দিবসের ডাক

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

একাত্তরে যুদ্ধ করে
        আমরা আনি বিজয়,
দেশমাতাকে স্বাধীন করে
         দেখাই বিশ্বময়।

সৌর্যে-বীর্যে আর সাহসে
           আমরা যে বীর জাতি,
ভাষা এবং স্বাধিনতার
            প্রশ্নে দেখাই খ্যাতি।

দিয়ে রক্ত, ধরে অস্ত্র
             শক্তহাতে সবাই,
মাত্র নয় মাস লড়ে আমরা
             বাজাই জয়ের সানাই।

বিজয় আনতে রক্ত ঝরাই
                 এক নদীরও বেশি,
হারাই অনেক মা-বাবা, ভাই,
                   বোন আর প্রতিবেশী।

দুর্নীতি আর শোষণ রুখতে
                  এ বিজয় অর্জিত,
তবু  এ দেশ দুর্নীতিতে
                   আছে জর্জরিত।

সম্প্রীতি আর সুবিচার আজ
                  পেশী শক্তির কাছে
রক্তেগড়া এ দেশটাতে
                    পরাজিত আছে।

মজলুমেরা নীরব কান্নায়
                করছে আহাজারী,
দেশে শুধু তাদের উপর
                  চলছে খবরদারি।

স্বাধীন দেশে স্বাধীনতা আছে
                  এখন অধীন,
মুখ ঢেকে সে কাঁদছে যেনো
                  লজ্জায় রাত ও দিন।

সৎ নেতৃত্ব আর একতা
                 দেশ থেকে আজ উদাউ,
তাই অশান্তির অনল নিত্য
                    জ্বলছে দেশে ধাউ ধাউ।

এ যদি হয় বৈশিষ্ট্য আজ
                 স্বাধীন সোনার বাংলার,
ছিল না আর কোনো দরকার
                     এতো রক্ত দেয়ার।

বিজয় দিবস বলছে তাই আজ
                       দেশবাসীকে ডেকে
দেশকে মুক্ত কর এসব
                         বিশৃঙ্খলা থেকে।

ভাবতে হবে ধর্ম-বর্ণ
                        গোত্র নির্বিশেষে,
সম্প্রীতি আর ঐক্যে সবাই
                         এক জাতি এ দেশে।

সুখ-সমৃদ্ধির মাঝে জাতি।
                        না হলে সার্থক,
বিজয় দিবস উদযাপনটা
                          হবে অনর্থক।

                       

                      

No comments: