মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
সৃষ্টির মাঝে বৃক্ষ সেরা
আশীর্বাদ আল্লার,
এর মতো নেই উপাকারী
ধরায় কিছু আর।
বসবাসের যোগ্য রাখে
বৃক্ষ পৃৃৃথিবীকে,
পুষ্প দিয়ে সুশোভিত
করে প্রকৃতিকে।
বাঁধা প্রদান করে এটি
দুর্যোগ আগমনে,
মৃত ধরায় প্রাণ জাগাতে
বর্ষে এর কারণে।
পরিবেশের ভারসাম্যও
বৃক্ষ রক্ষা করে,
ভূমিতে সে মানবজাতকে
প্রাচুর্য দেয় ভরে।
গ্রীনহাউজের প্রভাব থেকে
বাঁচায় এটি ধরা
অন্যথায় এ ধরা হতো
তপ্ত মরুর খরা।
ক্ষিতি থেকে দারিদ্রতা
বৃক্ষে করে মোচন,
এ কারণে হয় না কারো
দুঃখের জীবন যাপন।
এটি স্রষ্টার অপূর্ব দান
তাই এর দ্বারা ধরায়,
প্রয়োজনের সকল কিছু
তৈরী করা যায়।
ফল ফলাদি দিয়ে বৃক্ষ
বাঁচায় প্রাণীকূল,
এ ছাড়া সব প্রাণী হবে
ধরাতে নির্মূল।
তাইতো বলছি, সচেতন হও
বঙ্গের জনগণ,
বৃক্ষ বেশি রোপন করো,
বন্ধ করো নিধন।
........
রচনাকালঃ ২৭-৯-২০০৭ খ্রি. রাত ১ টা ২০ মিনিট।
No comments:
Post a Comment