মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
সর্ব সৃষ্টির স্রষ্টা তুমি
ওহে পরওয়ার,
দু'হাত তুলে করছি আরজ
দরবারে তোমার।
আমাদের সব সৎ প্রচেষ্টা,
সৎ চিন্তা আর কাজ,
কবুল এবং মঞ্জুর করো
হে রাজাধিরাজ!
আমাদেরকে করো শুধু
তোমার অনুগত,
আর অনুরূপ করো মোদের
বংশে আসবে যত।
আমাদেরকে দেখাও সঠিক
বন্দেগীর পদ্ধতি,
তওবা মোদের কবুল করো
ওহে অধিপতি!
নিশ্চয় প্রভু তুমি বান্দার
তাওবা কবুলকারী,
করুণাময় এবং সকল
গুনাহ মোচনকারী।
ইহকাল আর পরকালে
চাই মোদের কল্যাণ,
জাহান্নামের অগ্নি থেকে
দিয়ো পরিত্রাণ।
তুমি হলে স্রষ্টা মোদের
আমরা তোমার বান্দা,
তোমার নির্দেশ ভুলে আমরা
করি নিজের ধান্ধা।
তাইতো মোদের হয়ে গেছে
পাহাড় সমান পাপ,
দয়াময় হে মহাপ্রভু!
করো মোদের মাফ।
বিশ্ব এখন হয়ে গেছে
মৃত্যুপুরীর মত,
দিবারাত্র চলছে লাশের
মিছিল শত শত।
এ মরণের জন্যে বেশি
কবিড-১৯ দায়ী,
প্রাণঘাতি এ ভাইরাস বিশ্বে
হচ্ছে দীর্ঘস্থায়ী।
এ ভাইরাসের কাছে এখন
মানুষ অসহায়,
এর থেকে ত্রাণ দাও হে খোদা,
হও মোদের সহায়।
.......
No comments:
Post a Comment